ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শহরের খারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
এদিন আটজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। এলাকার সহস্রাধিক নারী-পুরুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
তারেক রহমানের জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা উপলক্ষে কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বার।
নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা—এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন তারা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি