ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কলকাতা ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। উপকেন্দ্র ছিল নরসিংদির দক্ষিণ-দক্ষিণ–পশ্চিম দিকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় কলকাতা ও আশপাশের কয়েকটি জেলার বাসিন্দারা সতর্কতাবশত ঘরবাড়ি ও ভবন থেকে বেরিয়ে আসেন। শহরের আরও বিভিন্ন জায়গার বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় ঘরের পাখা, ঝুলন্ত লাইট ও দেয়াল হালকা দুলতে দেখেছেন তারা।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় একাধিক বাসিন্দা ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন, যেখানে মানুষকে বাড়ি-অফিস থেকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের জন্য কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।
এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/নাজিম