রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে।
সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সার্জেন্ট আনিসুর রহমান (Sgt.Anisur Rahman) নামে এক পুলিশ অফিসারের পোস্ট করা স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন