বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চলন্ত একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই ক্ষতবিক্ষত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এ আর কে সিএনজি পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশের শেরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. নুর হোসেন নুর জানান, ভোররাতের ওই সময়ে আনুমানিক ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপরই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দ্রুতগতির গাড়িটি ধাক্কা দেওয়ার পর থামেনি এবং পালিয়ে যায়।
তিনি আরও জানান, ধাক্কা ও একাধিক গাড়ির নিচে পিষ্ট হওয়ার কারণে নিহত ব্যক্তির মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। গাড়িটি ও চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এদিকে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ জানান, শেরপুর হাইওয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনাকবলিত গাড়ি এবং চালককে খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।
বিডি-প্রতিদিন/মাইনুল