ক্রমেই খারাপের দিকে যাচ্ছে রাজধানী ঢাকার বায়ুমান। শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টার তথ্য অনুযায়ী, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারত উপমহাদেশের তিন দেশ—ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বড় শহরগুলো শীর্ষ দশে আছে। এর মধ্যে রয়েছে দিল্লি, কলকাতা, লাহোর, করাচি, কায়রো, তাসখন্দ এবং ঢাকা।
সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার সূচকে ঢাকার গড় বায়ুমান (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৮৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আজকের তালিকায় ঢাকা রয়েছে সপ্তম অবস্থানে।
বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই আজ ৪৪১—দুর্যোগপূর্ণ বায়ুর নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্যান্য শহর হলো—কলকাতা (২১৬), পাকিস্তানের লাহোর (১৯৪), করাচি (১৯৩), মিসরের কায়রো (১৯১) এবং তাসখন্দ (১৮৫)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ একিউআই অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ—যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্বব্যাপী বায়ুদূষণ মানবস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। জীবাশ্ম জ্বালানি থেকে হওয়া বায়ুদূষণ প্রতি বছর প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ—এ তথ্য উঠে এসেছে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে)-তে প্রকাশিত এক গবেষণায়।
বিডি-প্রতিদিন/মাইনুল