ভারত সফরে খেলাই হচ্ছে না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার। চোটের কারণে কলকাতায় প্রথম টেস্টে খেলা হয়নি রাবাদার। এবার দ্বিতীয় টেস্টে গৌহাটিতেও খেলতে পারছেন না তিনি।
পাঁজরের হাড়ের ফাটলের কারণে কলকাতা টেস্টে খেলা হয়নি রাবাদার। তবে আশা ছিল গৌহাটিতে খেলানো হতে পারে। কিন্তু এবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, গৌহাটিতেও পাওয়া যাচ্ছে না রাবাদার সার্ভিস। দ্বিতীয় টেস্ট শেষেই দেশে ফিরবেন রাবাদা। চোটের কারণে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
প্রেস বিজ্ঞপ্তি সিএসএ জানিয়েছে, ‘(রাবাদার) চোট প্রোটিয়াস মেডিকেল দলের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে আঘাতের স্থানে অস্বস্তি থাকার কারণে সফরের বাকি অংশ থেকে রাবাদাকে সরিয়ে নেওয়া হয়েছে। মেডিকেল দলের সাথে রাবাদা নিজের ৪ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন, দ্বিতীয় টেস্ট শেষে দেশে ফিরে যাওয়ার আগে।’
প্রথম টেস্টে কলকাতায় অবশ্য রাবাদাকে ছাড়াই ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টার্নিং উইকেটে ম্যাচে ৮ উইকেট তুলে দলের জয়ে বড় অবদান রেখেছেন স্পিনার সাইমন হার্মার। কলকাতায় মার্কো ইয়ানসেনের সাথে করবিন বশকেও পেসার হিসেবে খেলিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাথে ছিলেন অলরাউন্ডার উইয়ান মাল্ডার।
গৌহাটি টেস্টের জন্য স্কোয়াডে বাড়তি পেসার হিসেবে লুঙ্গি এনগিডিকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। ২২ নভেম্বর মাঠে গড়াচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট। প্রথম ম্যাচে কলকাতা টেস্টে দারুণ এক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
গৌহাটি টেস্টের জন্য স্কোয়াডে বাড়তি পেসার হিসেবে লুঙ্গি এনগিডিকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। ২২ নভেম্বর মাঠে গড়াচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট। প্রথম ম্যাচে কলকাতা টেস্টে দারুণ এক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
বিডি প্রতিদিন/নাজিম