পোস্টাল ভোট বিডি অ্যাপে দুই দিনে সাড়ে ছয় হাজার ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৬ হাজারের বেশি আর নারী প্রায় ৫০০ জন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা দুই দিনে ২৯টি দেশ থেকে নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধন করেছেন ৩ হাজার ১৫৩ জন। দ্বিতীয় অবস্থানে জাপানের ১ হাজার ৪৭৫ জন। এরপর দক্ষিণ আফ্রিকার ৭৮৭ জন, চীন থেকে ৪৫০ জন, মিশর ১২৩ ও লিবিয়া থেকে ১২৩ জন আবেদন করেছেন।
প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের জন্য মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২৩ নভেম্বর এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।
প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সারতে হবে https://portal.ocv.gov.bd/report থেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ