চলন্ত ট্রেনের কামরায় ইলেকট্রিক কেটলিতে নুডলস রান্না করার ঘটনায় এক নারী যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ভারতের মধ্য রেল কর্তৃপক্ষ। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অন্যান্য ব্যবহারকারীরা।
ভিডিওটিতে দেখা যায়, একজন নারী যাত্রী শীতাতপ নিয়ন্ত্রিত কামরার একটি প্লাগে কেটলি যুক্ত করে তাতে ইনস্ট্যান্ট নুডলস রান্না করছেন এবং আনন্দের সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। এই দৃশ্য ভাইরাল হতেই যাত্রীদের একাংশ একে বিপজ্জনক বলে আখ্যা দেন।
ভলে ভারতীয় রেল কর্তৃপক্ষ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ট্রেনের ভিতরে ইলেকট্রনিক কেটলি ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি অত্যন্ত অনিরাপদ, বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে আগুন লেগে অন্যান্য যাত্রীদের জীবন বিপন্ন হতে পারে।
কর্তৃপক্ষ যাত্রীদের এই ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে, এমন কোনও কার্যকলাপ চোখে পড়লে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে ট্রেনে সকলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সাধারণত, ট্রেনে যাত্রীরা বাড়ি থেকে খাবার নিয়ে যান অথবা স্টেশন বা ট্রেনের মধ্যে খাবার কিনে থাকেন। কিন্তু মহারাষ্ট্রের এই নারী ট্রেনে রান্না করতে গিয়ে বিতর্কের জন্ম দিলেন।
সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করে লেখেন, এটি একটি বড়সড় নিরাপত্তা ঝুঁকি এবং এর ফলে আগুন লাগতে পারে, যা ট্রেনের সমস্ত আরোহীর জীবন বিপন্ন করবে। অনেকের মধ্যে নাগরিক বোধের অভাব রয়েছে। যদিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ট্রেনের ডিসি বিদ্যুতের সংযোগে কীভাবে বিপজ্জনক হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ ওয়াটের যন্ত্র ব্যবহার করলে সার্কিট ওভারলোড হতে পারে এবং আগুন লাগার মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে। এই ঘটনার জেরে ট্রেনের মধ্যে এমন উচ্চ-কারেন্ট টানতে পারে এমন সামগ্রীর ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল