আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর এ দিনটি উদযাপন করা হয় পুরুষদের পরিবারের প্রতি, সমাজে ও বিশ্বে ইতিবাচক অবদানকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে।
দিবসটির মূল লক্ষ্য হলো—পুরুষ ও বালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং সমাজে তাঁদের ভূমিকা তুলে ধরা।
১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের অধ্যাপক টমাস ওস্টার প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা প্রচলন করেন। তখন এটি ফেব্রুয়ারিতে পালন করা হয়েছিল। পরে ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসবিদ জেরোম তিলক সিংয়ের উদ্যোগে দিবসটি আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বর নির্ধারিত হয়। সেবছরই ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়।
বর্তমানে দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, নরওয়ে, ডেনমার্কসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে পালন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল