নতুন নিরাপত্তা চুক্তির পর সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্রদেশ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দুই দেশের মধ্যে অস্ত্র হস্তান্তর সহজ ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
মঙ্গলবার ট্রাম্প বলেন, আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করেছি। যার মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও বাড়ানো হবে এবং, এটি শান্তির সর্বোচ্চ লক্ষ্য পূরণে সহায়ক হবে।
হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রিন্সের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজের পর এ ঘোষণা দেন ট্রাম্প।
নন-ন্যাটো মিত্র পদ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকা একটি বিশেষ স্বীকৃতি। তবে প্রতিরক্ষা চুক্তি নয়, এর মাধ্যমে সহযোগিতায় ন্যাটো সদস্যদের মতো আইনগত বাধ্যবাধকতা নেই।
এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদিকে আরও ঘনিষ্ঠভাবে তার প্রতিরক্ষা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও প্রযুক্তি আদান-প্রদানও আলোচনায় রয়েছে।
মার্কিন নন-ন্যাটো মিত্রের স্বীকৃতির তালিকায় ইতোমধ্যে ১৯টি দেশ যুক্ত আছে। যাদের মধ্যে রয়েছে ইসরায়েল, জর্ডান, কুয়েত ও কাতার।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। তবে মানবাধিকার ইস্যু, তেলনীতি, ইসরায়েলসহ নানা বিষয়ে দুই দেশের সম্পর্ক মাঝে মাঝে টানাপোড়েনের মুখে পড়েছে। বিশেষ করে জামাল খাশোগি হত্যার ঘটনার কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদির সম্পর্ক জটিল ছিল।
তবে ট্রাম্প বরাবরই সৌদির সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন। তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরই ছিল সৌদি আরবে।