ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকচালক মো. হারুন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার কামাল হোসেন (৪০)। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার ভোরে সম্রাট ফ্যাক্টরির সামনে ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত হারুন ঝালকাঠি জেলার রাজারপুর থানার পটিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে। আহত হেলপার কামাল সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, মহাসড়কের রামপুর এলাকায় একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে যায়। পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক হারুন গাড়ির ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন এবং আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করেন।
ফেনী হাইওয়ে থানার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। তারা এসে চালকের মরদেহ উদ্ধার করে এবং আহত হেলপারকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল