আগামী মাসে ভারত ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক ও কৌশলগত সংলাপ। এই বৈঠক কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং দুই দেশের বৈশ্বিক রাজনীতিতে সমন্বিত অবস্থানও নিশ্চিত করবে। সাম্প্রতিক ভারতের তেলনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্যের প্রেক্ষাপটেই এটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তারই অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ক্রেমলিনে এ সাক্ষাতে তিনি আসন্ন সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন।
সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের সিনেট প্যালেসের প্রতিনিধি অফিসে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভ্যর্থনা জানান পুতিন।
এ বিষয়ে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিলাম।
তিনি আরও বলেন, আসন্ন ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে পুতিনকে জানিয়েছি। আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য তার দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।
এদিকে, ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জয়শঙ্করকে স্বাগত জানাচ্ছেন পুতিন। এ সময় তার সঙ্গে ছিলেন রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ও যৌথ সচিব মায়াঙ্ক সিং। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি প্রধান ম্যাক্সিম ওরেশকিন, প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ, অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদিনকো।
রুশ প্রেসিডেন্ট আগামী ৫ ডিসেম্বরের দিকে ভারত সফর করবেন। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বার্ষিক সম্মেলনে বসার কথা রয়েছে।
এর আগে, সোমবার জয়শঙ্কর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক করেন। এর মাধ্যমে দুই দেশ আসন্ন ২৩তম বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিশ্চিত করছে।
সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। ট্রাম্প দাবি করেন, তাদের আহ্বানেই এ উদ্যোগ নিয়েছে দিল্লি। তবে ভারত বলেছে, এ পদক্ষেপ একান্তই তাদের নিজস্ব জাতীয় স্বার্থে।
সূত্র: এনডিটিভি, আনাদোলু এজেন্সি, দ্য ওয়াল
বিডি-প্রতিদিন/এমই