সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এক মতবিনিময় সভায় সুন্দর, সমৃদ্ধময় মুন্সীগঞ্জ গঠনে জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন তিনি।
বুধবার (১৯ শে নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিতির পাশাপাশি সাংবাদিকদের কাছে থেকে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। এ জেলার সমস্যা সমাধানে অবশ্যই দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা ও সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ (রাজস্ব) এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল