ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা আজ বুধবার (১৯ নভেম্বর) শেষ হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাবির জনসংযোগ দফতর থেকে গণমাধ্যম পাঠানো বিবৃতি অনুসারে, নির্দিষ্ট সময় থেকে ৩ দিন বর্ধিত করে বুধবার (১৯ নভেম্বর) আবেদনের সময় শেষ হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পূর্বঘোষিত সময়সীমা ১৬ নভেম্বর পর্যন্ত থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে তা বাড়িয়ে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়। আজ রাত ১১টা ৫৯ মিনিটের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেকোনো ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), যে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে আগ্রহী সেই কেন্দ্রের নাম, প্রযোজ্য কোটা এবং স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।
আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা, যা অনলাইনে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে অথবা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি একবার জমা দিলে তা ফেরতযোগ্য নয়।
বিদেশি বা সমমান শিক্ষাব্যবস্থা (যেমন ও-লেভেল, এ-লেভেল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইত্যাদি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ‘সমতা নিরূপণ’ প্রক্রিয়া চালু রাখা হয়েছে। এসব শিক্ষার্থীকে একই ওয়েবসাইটে গিয়ে ‘Equivalence Application’ বা ‘সমমান আবেদন’ মেনুতে গিয়ে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে।
সমতা নিরূপণের পর প্রাপ্ত Equivalence ID ব্যবহার করে তারা সাধারণ আবেদনকারীদের মতোই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ‘চারুকলা ইউনিট’ এবং আইবিএ ইউনিট।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ