রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে, তবে আসামি পক্ষের আপিলের সুযোগ আছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, আসামি পক্ষ সব সময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি। তবে তাদের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যেকোন আদালত বলবে তারা দোষী। শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪’শর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল