দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর ৬৫নং ওয়ার্ডের তুষারধারা এলাকায় এই গণসংযোগ করেন তিনি। এতে যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নবীউল্লাহ নবী বলেন, ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ ভোট দিতে পারেনি বলেই দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে না। তাই সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
নবীউল্লাহ নবী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় এ দেশের মানুষের কল্যাণ রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ