নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় এই গণসংযোগে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় ব্যানার-ফেস্টুন আর স্লোগান মুখরিত পরিবেশে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গণসংযোগের শুরুতে বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি আরও বলেন, বন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের প্রত্যাশা, অধিকার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই প্রধান অঙ্গীকার। জনগণের প্রতি আস্থা রেখে গণতান্ত্রিক চর্চা ও উন্নয়নের পথচলা এগিয়ে নিতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই