দুই দশক পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন। ভাইস চেয়ারম্যান পদে প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি এবং সেক্রেটারি পদে শেখ মাহবুবুর রহমান টুটুল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সাইফুদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রফেসার শেখ মোস্তাহিদুল আলম রবি ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ এসকেন্দার হোসেন ৩০৮ ভোট পান।
সেক্রেটারি পদে শেখ মাহবুবুর রহমান টুটুল ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি মো. কামরুজ্জামান ২১১ ভোট ও দিদারুল আলম বাবুল পান ১৪৮ ভোট।
এই নির্বাচনে ২ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে মাত্র ৭৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন ৫১০ ভোট, মো. ফারুকীজ্জামান বাপ্পী ৪৩২ ভোট, রেহানা পারভীন লাকি ৩১৭ ভোট, মো. আল-আমীন সরদার ৩১১ ভোট ও নার্গিস আক্তার ইভা ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/আশফাক