কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে কুমোদপুর বাজারে কাজ করতেছিলেন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরের দিকে সোনাহাটে তার দোকান মালিকের টাকা সংগ্রহ করতে মোটরসাইকেলে যাওয়ার পথে সোনাহাট দাদামোড়ে এসে একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভটভটির মালিক ও চালক বেলাল হোসেন পাইকেরছড়া উত্তর গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার পর মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম