ভাঙ্গায় হতদরিদ্র পরিবারের এক নারীর চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে ছাত্রদল। শুক্রবার (২১ নভেম্বর) ভাঙ্গা পৌরসভার থানা রোডে অবস্থিত তুলি হাসপাতালে চিকিৎসাধীন মিতু মন্ডল (২৫)–এর মায়ের হাতে চিকিৎসা খরচ বাবদ অর্থ সহায়তা তুলে দেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজল তালুকদার, ভাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক মো. হাসান মাতুব্বর, ছাত্রদল নেতা সাওন মাতুব্বর ও মঈম মুন্সী।
মিতু মন্ডল ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের গোবিন্দ মন্ডলের স্ত্রী। অর্থ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে গোবিন্দ মন্ডল বলেন, এ সহায়তা আমাদের অনেক উপকার হয়েছে।
ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজল তালুকদার বলেন, আমরা ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে এই অসহায় নারীর অপারেশনসহ চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেছি।
বিডি প্রতিদিন/হিমেল