রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর নির্বাচন কমিশনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় আগে নির্ধারিত ২৯ ডিসেম্বরের পরিবর্তে নতুন ভোটগ্রহণের তারিখ রাখা হয়েছে ২৪ ডিসেম্বর।
নির্বাচন কমিশন জানায়, পূর্বঘোষিত তারিখের ঠিক আগে টানা তিন দিনের সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারত। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ অনুকূল রাখা যায় সেই বিবেচনায় তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমবারের মতো বেরোবিতে ব্রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিশন আশা করছে, তারিখ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নতুন পুনঃতফসিলও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/আশফাক