নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শুক্রবারের ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জ সিদ্দিকিয়া মাদরাসার ভবনের একটি দেয়াল ধসে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি ভবনে ফাটল দেখা দেয়।
এছাড়া সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডের দুইটি বাড়ি ও ২ নম্বর রোডের একটি বাড়ি হেলে পড়ার মতো অবস্থায় রয়েছে। হিরাঝিল–সিদ্ধিরগঞ্জ পুল–নতুন মহল্লা এলাকাতেও বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে।
এছাড়া ভূমিকম্পের সময় সিটি ইন্টারন্যাশনাল স্কুল হিরাঝিল বাংলা শাখার মিডিয়ামের ইনচার্জ আব্দুর নূর ও ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, ভেনাস এডোকেশন সোসাইটির আয়োজনে সেদিন বৃত্তি পরীক্ষা ছিল, যেখানে বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ