মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের কেন্দ্র পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় মিরকাদিম পৌরসভার দরগাবাড়ির সানাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু ইউসুফ বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। কেউ চাঁদাবাজি করবে না এবং কাউকে করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, চিকিৎসাসেবার মান উন্নত করতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঢাকা-মুন্সীগঞ্জ যাতায়াত আরও সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন, দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. মুহাম্মদ সুজন শরিফ, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, নির্বাচন পরিচালক মো. আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, মো. সুরুজ মাস্টার, ডা. মো. ইব্রাহিম খলিল এবং বিভিন্ন উপজেলার আমিরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও ভোটকেন্দ্রের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/হিমেল