গাজীপুরের টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এছাড়া টঙ্গী কিশোর কেন্দ্রের অন্তত ২০ কিশোর আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, ছুটির দিন হলেও কারখানাটি চালু ছিল। ওই সময় কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। ভূমিকম্প শুরু হলে শ্রমিকরা তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করেন। তবে কারখানার জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকে পদদলিত হয়ে আহত হন।
পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের আশেপাশের হাসপাতালে নেওয়া হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে প্রায় ৪০ জন ভর্তি রয়েছে।
এর মধ্যে কারো শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল