আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহের পাঠগৃহ ক্যাফেকে শতাধিক বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখা।
সম্প্রতি জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিনের নেতৃত্বে বই হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জিয়াউল হক মোহাম্মদ জুয়েল, নিয়ামুল কবির সজল ও ইসতাক আহমেদ তারেক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টামণ্ডলীর সদস্য নিজাম উদ্দীন সৌরভ ও কিফায়াত আজাদ অর্পাসহ জেলা শাখার নেতৃবৃন্দ।
জানা গেছে, ময়মনসিংহের পাঠগৃহ ক্যাফেতে পাঠকরা শান্ত পরিবেশে বই পড়তে পারেন। তারা আলোচনায় অংশ নেন, নতুন ধারণা আদান-প্রদান করেন ও নানা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন। এ ছাড়া পাঠচক্র, বিতর্ক, আলোচনাসভার মাধ্যমে তরুণদের জ্ঞানের পরিসর বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে পাঠগৃহ ক্যাফে।
প্রতিষ্ঠাতা ইসতাক আহমেদ তারেকের মতে, এটি মানুষের শিক্ষায় ফিরে আসার একটি সামাজিক প্রয়াস। তিনি বলেন, শতাধিক বই আমাদের হাতে পৌঁছানো সত্যিই গভীর আনন্দের। এটি পাঠকদের আরও উৎসাহিত করবে।
ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, শুভসংঘ সবসময় মানবিকতার পাশে থাকে। সাহিত্যপাঠ তরুণদের ভাবনায় পরিবর্তন আনে, সমাজকে বুঝতে সাহায্য করে এবং তাদের নতুন চিন্তার পথে এগিয়ে দেয়। এই বইগুলো সাহিত্যপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করবে।
বিডি-প্রতিদিন/এমই