বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে আকস্মিক ভাঙনে একটি ঘরসহ প্রায় ৬০ শতাংশ জমি ও বিভিন্ন প্রজাতির গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে ঘটে এই ঘটনা। ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আবু বকর ঘরামী।
আবু বকরের ছোট ভাইয়ের জামাতা ওয়াসিম মৃধা জানান, সকাল ৮টার দিকে মুহূর্তের মধ্যেই ঘর, রেইনট্রি, মেহগিনি, সুপারি ও আরও কয়েকটি গাছসহ বিশাল অংশ নদীতে তলিয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আবু বকর সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে তিনি স্ত্রীসহ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়জিদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক