বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে। এটা একটা রংধনুর মতো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান ও পাহাড়ি সবাই বসবাস করি। আমরা সবাই বাংলাদেশি। এটিই বিএনপির রাজনীতি। এই রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এরপর নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, আর এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দীর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে আছেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশে শিগগিরই স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন হবে। এটি নিরপেক্ষ হবে এবং সবাই এতে অংশগ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন, শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামল প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ