শেরপুরের সীমান্ত উপজেলা ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ উৎসব ওয়ানগালা (নবান্ন) শুরু হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন ঢাকা মহা ধমপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও। ঝিনাইগাতীর মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশন এ উৎসবের আয়োজন করে।
জানা গেছে, ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে নিবেদন করা হয় এ উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের মাধ্যমে গারো চাষিরা শস্য দেবতার কাছ থেকে নতুন ফসল খাওয়ার অনুমতি নেয়। ওয়ান গালার আগে নতুন শস্য খাওয়া নিষেধ থাকে এ সম্প্রদায়ের জন্য।
আয়োজক কমিটি সূত্র জানায়, উৎসব উপলক্ষে কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন, ছড়া (মান্দি ভাষায়), নৃত্য, মিস ওয়ানগালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও শিশুদের নানা রকমের খেলনা নিয়ে বসেছে মেলা।
ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি জানান, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে ওয়ানগালা উৎসব পালন করা হচ্ছে।