নরসিংদীতে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে ওমর মিয়ার (১২) জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ারের ভাই জাকির হোসেনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
জানাজার আগে রাত ১১টায় নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাদরাসা মাঠে আনা হলে স্বজন, সহকর্মী ও এলাকাবাসী ভিড় করেন। পুরো এলাকায় নেমে আসে শোক।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের জানান, ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছে এবং নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে গাবতলীতে ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে দেলোয়ার, তার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে ঢামেকে পাঠানো হয়। পথে ওমর মিয়া মারা যায় এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল