কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে মোটরসাইকেল র্যালির মাধ্যমে প্রচারণা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে অন্তত দুই হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নির্বাচনী এলাকাজুড়ে শোডাউন করেন নেতাকর্মীরা। র্যালিটি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সুয়াগাজি হয়ে চৌয়ারা তারপর ঈদগাহ গিয়ে শেষ হয়।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে র্যালি পূর্ব সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন,শিবিরের কুমিল্লা অঞ্চল প্রতিনিধি কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফ্ফর হোসাইন, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাসান আহমেদ ,সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমরা সবাইকে নিয়ে কুমিল্লাকে একটি আধুনিক শহরে রূপান্তর করবো ইনশাআল্লাহ। কুমিল্লাকে বিভাগ, কুমিল্লা বিমান বন্দর চালুকরণসহ বিভিন্ন দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
বিডি প্রতিদিন/নাজিম