আজমান টাইটান্সের বিপক্ষে ১১৮ রান করেও হারতে হয়েছে নর্দান ওয়ারিয়র্সকে। এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দুই ওভারে তিনি খরচা করেছেন ৩৬ রান। এর মধ্যে প্রথম ওভারেই দুই ছক্কা ও তিন চারে তাসকিন দেন ২৪ রান। ইংলিশ ব্যাটার হেনরি থমাস ডোনাল্ড রীতিমতো তাসকিনের ওপর তাণ্ডবলীলা চালিয়েছেন।
আবু ধাবির টি–টেন লিগে আজমান টাইটান্সের মুখোমুখি হয় তাসকিন আহমেদের নর্দার্ন ওয়ারিয়র্স। যেখানে প্রথমে ব্যাটিং করে ১১৮ রান তোলে থিসারা পেরেরা নেতৃত্বাধীন নর্দার্ন। লক্ষ্য তাড়া করতে মোটেও বেগ পেতে হয়নি আজমানকে। প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ৪ উইকেটে জেতে তারা।
এদিন হারের সব পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল নর্দার্নের ব্যাটাররা। অল্প রানে আটকে যায় তারা। বোলাররা এসে ষোলোকলা পূর্ণ করেন। তাসকিন আহমেদ ও তাবরাইজ শামসি যেন রান খরচের প্রতিযোগিতায় নেমেছিলেন।
শুরুটা হয়েছিল তাসকিনকে দিয়েই। ইনিংসের প্রথম ওভারেই দেন ২৪। দ্বিতীয় ওভারেও ছিলেন খরুচে। প্রথম বলে চার, দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বলে রাইলি রুশোকে ফেরান। চতুর্থ বলে আবারও বাউন্ডারি। পরের দুই বল ওয়াইড। এরপরের বৈধ বলটি ডট দিয়ে রেহাই পান তিনি।
নিজের দুই ওভারে ১৮ ইকোনমি রেটে ৩৬ রান দেন তাসকিন। যদিও তার চেয়েও বেশি ইকোনমি রেটে বল করেছেন শাহনেওয়াজ ধাহানি। পাকিস্তানি এই পেসার ১ ওভারে খরচ করেছেন ২৪ রান।
আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে নর্দান ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চারে।
বিডি প্রতিদিন/নাজিম