জর্জিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিন জানিয়েছেন, তিনি আগামী জানুয়ারিতেই প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করবেন। শনিবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদের কয়েকদিন পর সুপরিচিত এই রিপাবলিকানের কাছ থেকে এ ঘোষণা এলো।
ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের কট্টর সমর্থক গ্রিন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ৫ জানুয়ারিতেই তিনি কংগ্রেস ছাড়ছেন। “সামনে নতুন কিছুর জন্য মুখিয়ে আছি,” বলেছেন তিনি।
বিভিন্ন বিষয় নিয়ে ‘ষড়যন্ত্রমূলক তত্ত্ব’ প্রচার ও ট্রাম্পকে অন্ধ সমর্থন দিয়েই মূলধারার রাজনীতিতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন গ্রিন, যদিও সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি।
শিশু যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে দুইজনের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম