গাজার অবরোধ ভাঙতে যাওয়া সুমুদ ফ্লোটিলার ১৩০ কর্মীকে এবার জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফ্লোটিলা থেকে আটক হওয়া মানবাধিকার কর্মীদের ১৩০ জনকে মঙ্গলবার আলেনবি সেতু দিয়ে জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, এই ফ্লোটিলা কর্মীদের মধ্যে বাহরাইন, তিউনিসিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চেক প্রজাতন্ত্র, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের নাগরিক রয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে, জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের সীমান্ত পারাপার নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি সেনারা গাজায় ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লা নৌবহরের ৪২টি নৌকা আটক করে ৪৫০-জনের বেশি কর্মীকে আটক করলে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে।
এর আগে ইসরায়েল ইতালি ও তুরস্কে কয়েক ডজন ফ্লোটিলা কর্মীকে ফেরত পাঠিয়েছিল। সোমবার ইসরায়েল ১৭১ জনকে ইউরোপের দুই দেশে পাঠায়। মঙ্গলবার তারা আরেক দফায় ১৩০ জনকে জর্ডানে পাঠাল।
সূত্র: টাইমস অব ওমান
বিডি প্রতিদিন/নাজমুল