বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যায় গ্রেফতার দুই আসামি ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) ও আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার দুই আসামী সোমবার সন্ধ্যায় বাগেরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুর অর রশীদের আদালতে হত্যাকাকাণ্ডে জড়িত থাকায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার বাগেরহাট সদরের গোপালকাটি এলাকার মো. শহিদুল হাওলাদারের ছেলে ও আশিকুল ইসলাম ওরফে আশিক একই এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম সোমবার রাতে ঢাকার আশুলিয়ার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার ও আশিকুল ইসলাম ওরফে আশিককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে চাইলে তাদের সোমবার সন্ধ্যায় বাগেরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় শনিবার সন্ধ্যায় দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে সন্ত্রাসীরা কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করে। পরদিন নিহত সাংবাদিকের মা হাসিনা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে দন্ডবিধির ৩০২/৩৭৯/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/নাজিম