শিল্পকলা একাডেমিতে একক নাটক ‘ভাসানে উজান’ মঞ্চায়ন করেছে নাট্যদল বিবেকানন্দ থিয়েটার। মো. এরশাদ হাসানের অভিনীত নাটকটি গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হয়। এটি দলের ২৫তম প্রযোজনার দ্বিতীয় মঞ্চায়ন।
দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপে নাটকটির নির্দেশনায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটির মাধ্যমে শিল্পমান, সৃজনশীলতা এবং ক্রমবর্ধমান অভিনয় দক্ষতার একটি নতুন দিগন্ত খুলে দিতে চেয়েছেন মো. এরশাদ হাসান।
নাটকের কেন্দ্রীয় চরিত্র একজন নাটকের মানুষ, একজন বন্ধকের কারবারি, একজন প্রেমিক মানুষ, একজন ন্যায়বান মানুষ, যার জীবনে নেমে আসে নিয়তির মতো সম্পর্কের নির্মম আঘাত, যার জীবনটাই কণ্টকাকৃত পথে পথ চলার, তেমনই একজন মানুষ আশরাফ বোয়ারী।
লেয়ারে লেয়ারে তার যে জীবন বাস্তবতা এবং বহুমাত্রিক জীবনবোধের উপলব্ধি তা এখানে তুলে ধরা হয়েছে। নাটকটির নির্মাণ নেপথ্যে মঞ্চ ও আলোক প্রক্ষেপণে ছিলেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে ছিলেন হামিদুর রহমান পাপ্পু, কস্টিউম ডিজাইনে ছিলেন এনাম তারা সাকি। গত শুক্রবার নাটকটির প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ, বহুমাত্রিক অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।