খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাগড়াছড়ি সরকারি স্কুলকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফলে দুলাল হোসেন ৪৮০ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সদস্যপদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রবিউল হোসেন, পেয়ার মোহাম্মদ, শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, হাসানুল করিম।
এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুল মজিদ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বেদারুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৭৩টি। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
বিডি প্রতিদিন/কেএইচটি