কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে মো. শাহিন (৩১) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকার ডলফিন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিন স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী।
গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শাহিনকে ঢামেকে নিয়ে আসা মাইন উদ্দিন হাসান জানান, হঠাৎ করেই অজ্ঞাত কয়েকজন ব্যক্তি শাহিনের মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন, কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আশফাক