ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মো. আনিছুর রহমানকে যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম প্রিভেনশন, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) ও যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতার বিপিএমকে যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক-দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ