যৌতুকের জন্য নারীরা এখনও নির্যাতনের শিকার হচ্ছেন উল্লেখ করে, নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, ফরিদপুর-৪ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
শনিবার ভাঙ্গা পৌর শহরের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল ভাঙ্গা উপজেলা শাখা এ আয়োজন করে।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এই সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়ার ছেলেদের ওপর চরম নির্যাতন করা হয়েছে। তবুও তিনি দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন, আমার ছেলেদের হত্যা করলেও দেশ ছেড়ে পালাবো না। আমি দেশের ১৮ কোটি মানুষের মধ্যে আমার সন্তানদের খুঁজে পাবো। আরেকজন নেত্রী গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছেন।
এসময় উপস্থিত নারীদের ধানের শীষের পক্ষে মানুষের কাছে ভোট চাওয়ার আহ্বান জানান শহিদুল ইসলাম। তিনি আশ্বাস দেন, ভাই, বন্ধু বা সন্তান হিসেবে সকল নারীর পাশে থেকে সহযোগিতা করার।
সমাবেশে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার ও নাসরিন আক্তারসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই