বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে দৌলতপুরের পাখির বিল এলাকায় এ কর্মসূচির মাধ্যমে ৬১টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এ আয়োজন করেন।
এ সময় শরিফ উদ্দিন বলেন, দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ও সবাইকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি।
কর্মসূচিতে অংশ নিয়ে দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন বলেন, উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে সব সময় মাঠে কাজ করে যাচ্ছি। স্নেহাভাজন শরিফ উদ্দিন জুয়েল ভালো কাজের মাধ্যমে দৌলতপুরের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই