বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক কৃষকের চোখ উপড়ানো ও কান কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
জানা যায়, নুরুল ইসলাম তালুকদার গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার ছেলে ইমদাদুল হক শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শনিবার সকালে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মরদেহের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল। আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি