চট্টগ্রামে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেছেন, বিচারপ্রার্থীদের বিচারিক দুর্ভোগ লাঘবে সরকার ই-ফ্যামেলি কোর্ট চালু করবে। দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন আদালত প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।
শনিবার চট্টগ্রামে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সিনিয়র সিভিল জজ আব্দুল্লাহ আল হাসিবের সঞ্চালনায় আদালতের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে জজশীপের মামলা দায়ের ও নিষ্পত্তি পরিসংখ্যান উপস্থাপন করেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন। চট্টগ্রাম ম্যাজিস্ট্রেসিতে মামলা দায়ের ও নিষ্পত্তি পরিসংখ্যান তুলে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হারুন। এছাড়া ফৌজদারি মামলা, দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদুল হকসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই