বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষকে কেউ হারাতে পারবে না।
শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে শীষ প্রতীকের গণসংযোগ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এ সমাবেশ আয়োজন করা হয়।
ইসরাফিল খসরু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এটা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, দেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা।
তিনি ৩১ দফা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগ স্বাধীন ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দীন, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই