ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান ও আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কর কমিশনার স্বপন কুমার সাহা। এতে বক্তব্য রাখেন সিপিডির ডিসটিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ক্লাব প্রেসিডেন্ট রোকেয়া ফারুকী বিথী, সাবেক গভর্নর ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটি অনকোলোজি সেন্টার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্যান্সার আক্রান্ত বেশ কয়েকজন রোগীকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আশিক