৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধি ও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি আদায়ে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে রেললাইন অবরোধ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, পূর্বের পরীক্ষাগুলোতে একটি যৌক্তিক সময় ছিল। এখন অযৌক্তিকভাবে পরীক্ষার সময় নির্ধারণ করে বৈষম্য করা হচ্ছে।
সেদিন যৌক্তিক দাবিতে আন্দোলন করলে পুলিশ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে দাবি মানার আহ্বান জানান তিনি।
এর আগে, একই দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই