বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রাভা হেলথে আয়োজন করা হয়েছে রঙিন, প্রাণবন্ত ও শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিয়েছে বহু শিশু ও তাদের অভিভাবক।
দিনটির মূল আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে ছোট্ট অংশগ্রহণকারীরা রঙতুলির জাদুতে ফুটিয়ে তুলেছে তাদের স্বপ্ন, কল্পনা ও সুস্থ ভবিষ্যতের গল্প। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রতিযোগিতা আরও বর্ণিল হয়ে ওঠে।
অনুষ্ঠানে কেক কাটা, মজার কার্যক্রম, উপহার বিতরণ এবং শিশুদের জন্য স্বাস্থ্যসচেতনতা নিয়ে ভিডিও প্রদর্শনীও ছিল। অভিভাবকরা প্রাভা হেলথের শিশুবান্ধব স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পেরেছেন এবং মতামত দিয়েছেন।
এ বছর প্রাভা হেলথ শিশুদের স্বাস্থ্য শিক্ষা আরও সহজবোধ্য করতে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে—‘ডাক্তার পরী, আরিফ ও মিতু’। এই তিন চরিত্র নিয়ে তৈরি কার্টুন সিরিজের লক্ষ্য শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, মজার গল্পের মাধ্যমে রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং নিরাপদ আচরণ শেখানো।
প্রাভা হেলথের পক্ষ থেকে জানানো হয়েছে, “স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়—এটি প্রতিটি শিশুর অধিকার। আর শিশুর ভাষায় স্বাস্থ্যকে সহজভাবে বোঝাতে এই কার্টুন সিরিজ নতুন ভূমিকা রাখবে।”
বিডি প্রতিদিন/আশিক