রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃ ব্যক্তিরা হলেন- মনির হোসেন জনি ওরফে রক্ত চোষা জনি (৩০), রাব্বি ওরফে সিয়াম (১৯), আব্বাস ওরফে রাজিব (২০), আবির ওরফে ছোট আবির ওরফে পিচ্চি আবির (২৫), আরিফ (৩০), উজ্জল (৩০), শাকিল (২৬), জাবেদ (৫০), মাতিম হায়দার হিমেল (৩৫), আরমান পাগলা আরমান (৪৪), সুমন চন্দ্র পাল (৩৮), আরিফ (২৫) ও আকাশ (২৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সামুরাই, একটি চাপাতি, দুইটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/জামশেদ