রংপুরের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাইলেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী নির্বাচিত না হওয়ায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। সদরবাসীর আবেগকে কাজে লাগিয়ে অন্য দলের প্রার্থীরা নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখেনি। তাই বিভাগীয় জেলার প্রাণকেন্দ্রে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগের বেহাল দশা, বেকারত্বে অভিশাপে ধুকছে যুবসমাজ। আমরা আশা করছি আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। সদর আসনে ধানের শীষের প্রার্থী জয়লাভ করলে এলাকার কাঙ্খিত উন্নয়নে কাজ করা হবে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে চেম্বার ভবনের হলরুমে ‘সমৃদ্ধ রংপুর’ ভাবনা নিয়ে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামসুজ্জামান সামু বলেন, ‘বিগত সময়ে যারা সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতার সাথে ছিলেন। কিন্তু সদরবাসীর ভাগ্যের পরিবর্তনে তারা কাজ করেনি। আমি ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক ভাবনায় পরিকল্পিত সদর আসন বিনির্মাণে উন্নয়ন ভাবনা তুলে ধরেছি। এতে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সকল প্রকার উৎপাদন সন্নিবেশিত করা হয়েছে।’
বিএনপির রংপুর-৩ সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য শাহিনুর ইসলাম শাহীন, বিএনপি নেতা সালেকুজ্জামান সালেক, আগামীর সন্ধানে পত্রিকার সম্পাদক মোনাব্বর হোসেন মনা, নির্বাহী সম্পাদক আব্দুর রউফ সরকার, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সকালের বানী পত্রিকার বার্তা সম্পাদক এসএম ইকবাল হোসেন সুমন, চীফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক, দাবানল পত্রিকার নির্বাহী সম্পাদক জিমজয়, প্রতিদিনের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদকরা।
বিডি-প্রতিদিন/জামশেদ