মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের ২২ নভেম্বর পাক হানাদার ও তাদের এদেশীয় দোসররা এই দিনে বর্বোরচিত হত্যাযজ্ঞ চালিয়ে ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের তৎকালীন জমিদার সিদ্ধেশরী প্রসাদ রায় চৌধুরীসহ ৪৩ জন গ্রামবাীকে গুলি করে এবং বেওনেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে।
হত্যা করা হয় তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন গ্রামবাসীকে। প্রতি বছরের মতো এবারও তেরশ্রী ট্র্যাজেডি দিবস পালন করেন।
শহীদদের স্বরণে শনিবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
এ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম , ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, সাধারন সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার সহ সর্বস্তরের লোকজন।
বিডি-প্রতিদিন/আশফাক