মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি আরিফের (২২) বলে শনাক্ত করে পুলিশ।
আরিফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সরকার বাড়ির মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, মেঘনা নদীর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খাগকান্দা নৌকাঘাট থেকে গত ১৯ নভেম্বর বিকেলে আরিফের নৌকাতে ওঠে তিন ব্যক্তি। কৌশলে মাঝনদীতে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে অপহৃত হন আরিফ। পরে পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। রাত পর্যন্ত সেই টাকা পরিশোধ না করলে মোবাইল ফোন বন্ধ হয়ে যায় আরিফের। এ ঘটনায় নিহতের পরিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নৌপুলিশ মর্গে প্রেরণ করেছে। আগের মামলায় হত্যার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হবে। জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/কেএইচটি